
সেখ রিয়াজুদ্দিনঃ
প্রখ্যাত ইসলামী আইনজ্ঞ ও সুফি মুসলিম তরীকা কাদেরিয়ার প্রতিষ্ঠাতা আব্দুল কাদের জিলানী। তিনি ছিলেন একজন সুন্নি মুসলিম ধর্ম প্রচারক, তপস্বী, মরমী, আইনজ্ঞ এবং হাম্বলী মাযহাবের ধর্মতত্ত্ববিদ।তিনি ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তি। সুন্নিরা তাকে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী নামে ব্যক্ত করেন। সুদূর ইরাকের বাগদাদ শহরে উনার মাজার শরীফ বিরাজমান। আগামী ১৫ অক্টোবর উনার উরস মোবারক যা ফাতেহা ইয়াজ দহম নামে দিনটি পরিচিত। সেই মাজার শরীফ জিয়ারত এবং উরসে সামিল হবার উদ্দেশ্যে মঙ্গলবার রওনা দিলেন রাজনগর ব্লকের খানকাহ-এ-বোখারিয়া গাইসাড়া শরীফের গদ্দীনসীন পীরে তারিকত হুজুর সইফ এ মিল্লাত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইফুল হোসেন বোখারী। এদিন গাইসাড়া শরীফের মাজার চত্বরে ওনার মুরিদান সহ বহু আলেম উলেমাগণ উপস্থিত হন সালাম জানাতে। স্থানীয় গ্রামে বিরাজমান দাদা হুজুর ও আব্বা হুজুরের মাজার শরীফ জিয়ারত, মিলাদ মাহফিল ও সিন্নি বিতরণ করে বাগদাদের উদ্দেশ্যে রওনা দেন। এক সাক্ষাৎকারে সৈয়দ সাইফুল হোসেন বোখারী বলেন বড়পীর আব্দুল কাদের জিলানী (রহঃ)র মাজার শরীফ জিয়ারত ও উরসে সামিল হবার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। সেখানে মুরিদান সহ রাজ্য ও দেশবাসীর জন্য দোয়াখায়ের তথা প্রার্থনা করা হবে বিশ্বশান্তির জন্য।
