
শম্ভুনাথ সেনঃ
এক অজ্ঞাত পরিচিত গর্ভবতী মহিলার দগ্ধ মৃতদেহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার সাতবেড়িয়া গ্রামের মাঠে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই দগ্ধ মৃতদেহটির পেট পুড়ে যাওয়ায় বাইরে থেকে দেখা যায় গর্ভস্থ সন্তানের হাত ও পা। ৯ অক্টোবর সকালে এলাকার বাসিন্দারা দগ্ধ অবস্থায় গ্রাম সংলগ্ন মাঠে মৃতদেহটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ যথাশীঘ্র ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার হওয়া দগ্ধ মৃতদেহের কোন পরিচয় জানা যায়নি। কে বা কারা ওই গর্ভবতী মহিলাকে আগুনে পোড়ালো সেই বিষয়টি তদন্ত করছে মল্লারপুর থানার পুলিশ।