রাজনগরের বাসিন্দা জনপ্রিয় শিক্ষক সুনীল ঘোষের মহারাষ্ট্রে জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশীপ এ অংশ গ্রহণ: খুশি এলাকাবাসী

মহঃ সফিউল আলমঃ

রাজনগর থানা ও ব্লকের অন্তর্গত গাংমুড়ি— জয়পুর অঞ্চলের সাহাবাদের বাসিন্দা বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমার ঘোষ৷ জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশীপ প্রোগ্রামে সম্প্রতি মহারাষ্ট্রে অংশ গ্রহণের সুযোগ পান৷ প্রদর্শন করেন মঞ্চে যোগাসন৷ পেয়েছেন মূল্যবান শংসাপত্র তথা সার্টিফিকেট৷ জানা গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে কয়েকজন এবং বীরভূম থেকে তিনিই একমাত্র অংশগ্রহণকারী৷ স্বভাবতই খুশি এলাকার মানুষজন ও জেলাবাসী৷ তাঁকে অভিনন্দন জানিয়েছেন অনেকে৷ উল্লেখ্য, সুনীল বাবু খয়রাশোল ব্লকের নবসন হাইস্কুলে ৩২ বছর শারীরশিক্ষার শিক্ষক ছিলেন৷ অবসর নেন ২০১৬ সালের ৩১ মার্চ৷ পরে বাংলা বিষয়ের অতিথি শিক্ষক ছিলেন লোকপুর গার্লস স্কুলে ১ বছর ৩ মাস৷ তারপর যোগ দেন রাজনগর গভঃ মডেল স্কুলে গোবড়ায়৷ বাংলার শিক্ষক ছিলেন এখানে ৩ বছর ১ মাস৷ ২০২১ এর ৩১ মার্চ সেখান থেকেও অবসর নেন৷ আজও স্কুল খোলা থাকলে নিয়মিত স্বেচ্ছায় মডেল স্কুলে গিয়ে পড়ান বিনা পারিশ্রমিকে৷ এমনটাই দাবি ওই শিক্ষকের৷ ৩৪ তম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশীপ ২০২১—২২ অনুষ্ঠিত হয় ২৭—২৯ মে, ২০২২ শ্রী সন্ত জনার্ধন স্বামী আশ্রম, জেলা ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রে৷ উক্ত আশ্রম ও যোগা কালচার এসোঃ মহারাষ্ট্রর যৌথ উদ্যোগে এইরূপ আয়োজন৷ সুনীল বাবুর দীর্ঘ সুস্থ জীবন যেমন কামনা করছেন অনেকে একইভাবে তিনি যোগ চর্চা নিয়ে এগিয়ে চলুন, প্রশিক্ষণ নিক শিক্ষার্থীরা কামনা করছেন কেউ কেউ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *