দীপককুমার দাসঃ
সিউড়ি শহরের মাঝে অবস্থিত একটি পেট্রোল পাম্পে বুধবার সন্ধ্যায় তেল কম দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এক গ্রাহক অভিযোগ জানান, তিনি একটি ১ লিটার জলের বোতলে তেল ভরতে এসেছিলেন। সেখানে দেখা যায় ১ লিটার তেল নিলেও তেলের পরিমাণ ৮০০ মিলি লিটারের কাছাকাছি। এরপরই শুরু হয় তুমুল হট্টগোল। ট্রিব্রেওয়ালা পাম্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই গ্রাহকসহ অন্যান্যরা। ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রিব্রেওয়ালা পেট্রোল পাম্পের মালিক তেল কম দেওয়ার বিষয়টিকে স্বীকার করে নিয়েছেন। তার যুক্তি, যে মেশিন দিয়ে ওই গ্রাহককে তেল দেওয়া হয়েছিল সেই মেশিনটি কয়েকদিন ধরে খারাপ হয়ে পড়েছিল। এখন ভুলবশত তাকে ওই মেশিন থেকে তেল দেওয়া হয়েছে। তাতে তেল কম দেওয়া হতে পারে ।এই ঘটনার পর যে মেশিন থেকে কম তেল পাওয়া যায় সেই মেশিনে তেল দেওয়া বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ।