
শম্ভুনাথ সেনঃ
অন্যের জায়গায় জবরদখল ভাবে বাড়ি নির্মাণ। শেষ পর্যন্ত আদালতের রায় নিয়ে সেই জায়গায় নির্মিত বাড়ি ভেঙে দিল প্রশাসন। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের ডুমুরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডুমুরগ্রাম গ্রামে। উল্লেখ্য, এই গ্রামেরই জেসমিনা খাতুন নামে এক অন্ধ মহিলা একটি জায়গা সরকারিভাবে পাট্টা পায়। কিন্তু সেই জায়গাটা জবরদখল করে ওই গ্রামেরই কুতুবুদ্দিন সেখ।জোর করে বাড়িও নির্মাণ করে। এই অভিযোগ জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয় জেসমিনা। তিনি লিখিত অভিযোগ জানান। কিন্তু সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত উচ্চ আদালতে মামলা দায়ের করেন। হাইকোর্ট থেকে উচ্ছেদের অর্ডার পেয়ে আজ ১৮ অক্টোবর স্থানীয় বিডিও এবং পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে বুলডোজার দিয়ে সেই অবৈধ বাড়ি ভেঙে দিল। আসল পাট্টাধারী জেসমিনাকে দখল দিল।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম