এলপিজি গ্যাসের ভর্তুকির টাকা ঢুকবে একাউন্টে: প্রতারণার শিকার বীরভূমের বোলপুরের গ্রাহকরা

শম্ভুনাথ সেনঃ

এল পি জি গ্যাসের গ্রাহককে ভর্তুকির টাকা একাউন্টে দেওয়া হবে এই মর্মে ফেক কল করে গ্রাহকের একাউন্টের ডিটেইলস নিয়ে ঐ ব্যক্তির টাকা তুলে নেন প্রতারকরা। এমনি প্রতারণার অভিযোগ দায়ের হল বোলপুর থানা সহ সাইবার সেলে। এই ঘটনার পর গ্রাহকদের সতর্ক করতে বোলপুরে এইচ পি গ্যাস সরবরাহ অফিসে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, অনলাইনে প্রতারণার অভিযোগ নতুন কিছু নয়। তবে এবার গ্যাসের ভর্তুকি ঢোকার নামেও প্রতারণায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। প্রসঙ্গত এই রকম ফেক ফোন কলের শিকার হয়েছেন বোলপুরের ত্রিশূলাপট্টীর বাসিন্দা শিক্ষক আবির সেন ৷ তিনি পাঁড়ুইয়ের বেরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক। তাঁকে ফোন করে বলা হয় গ্যাসের ভর্তুকির টাকা একাউন্টে ঢুকবে৷ তারজন্য ব্যাঙ্ক একাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য দিন৷ এমনকি, ভিডিও কল করে এই শিক্ষকের ৩ টি একাউন্ট থেকে মোট ২২ হাজার ৯০০ টাকা তুলে নেওয়া হয়েছে৷ এই মর্মে বোলপুর থানা সহ বোলপুর সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি বোলপুরে এইচপি গ্যাস সরবরাহ ডিলারের অফিসেও অভিযোগ জানানো হয়৷ গ্যাসের ভর্তুকির নামে ফোন করে ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার এই প্রতারণার শিকার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। ঘুম ছুটেছে পুলিশেরও। বোলপুরে এইচপি গ্যাস সরবরাহের ডিলার নিখিল মজুমদার জানিয়েছেন “আমরা ইতমধ্যেই ৮ টি প্রতারণার অভিযোগ পেয়েছি৷ আমরা বিজ্ঞপ্তি দিয়ে সতর্কও করেছি গ্রাহকদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *