সেখ রিয়াজুদ্দিনঃ
বাঙালীর বারো মাসে তেরো পার্বন। সবে শেষ হয়েছে দুর্গাপূজা ও লক্ষীপুজা। হাতে গোনা কয়েকদিন পরেই পালিত হবে কালীপুজো ও আলোর উৎসব দীপাবলী। কালীপূজোয় সমস্ত রকম অশান্তি এড়াতে এদিন সোমবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার আয়োজনে স্থানীয় থানার সভাকক্ষে লোকপুর থানা এলাকার কালীপূজো কমিটির সদস্য সহ এলাকার বিশিষ্টজনদের নিয়ে শান্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। আলোচনা থেকে উঠে আসে যে, ডি জে বক্স না বাজানো, মদ্যপ অবস্থায় মন্দিরে না যাওয়া। জুয়ো খেলা বসানো বা জুয়ো খেলা থেকে সম্পূর্ণ ভাবে বিরত থাকা। কোনোরকম উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকা সহ শান্তি বজায় রাখতে অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন পুলিশ আধিকারিকেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ, লোকপুর থানার ও সি পার্থ কুমার ঘোষ, এস আই প্রবীর কুমার মন্ডল, এস আই শরৎ ঘোষ, এএস আই নয়ন ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।