প্রতিভাবান খেলোয়াড় গড়ার লক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা বুধপুর গ্রামে

সেখ রিয়াজুদ্দিনঃ

খয়রাশোল ব্লকের লোকপুর থানার বুধপুর নিউ আজাদ ক্লাবের পরিচালনায় ক্লাবের নিজস্ব মাঠে তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার ছিল চুড়ান্ত পর্যায়ের খেলা। বীরভূম,বর্ধমান, বাঁকুড়া,পুরুলিয়া সহ ঝাড়খণ্ড এলাকা থেকে মোট ১৬ টি দল খেলায় অংশ গ্রহণ করে। চুড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় বোলপুর ফারুক স্মৃতি ফুটবল দল বনাম রাজনগর খোদায়বাগ আমরা কজন ফুটবল দল।টানটান উত্তেজনার মধ্যে এক শূন্য গোলের ব্যবধানে বোলপুর ফারুক স্মৃতি ফুটবল দল বিজয়ী ঘোষিত হয়।পুরস্কার স্বরূপ বিজয়ী দলের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ চল্লিশ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।পাশাপাশি সেমিফাইনালে পরাজিত দুটি দলের হাতে দশ হাজার করে টাকা এবং ট্রফি প্রদান করা হয়। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ,ম্যান অফ দ্যা সিরিজ এবং বেস্ট গোলকিপারকে কৃতি খেলোয়াড় হিসেবে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় বলে ক্লাব সম্পাদক সেখ মিলন এবং সভাপতি সেখ তারা সে কথা জানান। উপস্থিত অতিথিবর্গ তাদের বক্তব্যে বলেন গ্রামীণ এলাকায় এতবড় এবং দীর্ঘদিন ধরে খেলা অনুষ্ঠিত হয়ে আসছে তা প্রশংসার যোগ্য। এলাকায় একতাবদ্ধ এবং আনন্দ বিনোদন তথা বিলুপ্ত প্রায় ফুটবল খেলাকে ধরে রাখা সত্যি কঠিন কাজ।ক্লাব কমিটির পক্ষ থেকে উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল গায়েনের কাছে দর্শকদের খেলা দেখার সুবিধার্থে গ্যালারি তৈরি করে দেওয়ার আবেদন জানান।উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ,রাজ্য তৃনমূল কংগ্রেসের সম্পাদক দেবব্রত সাহা, খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *