শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলিতে আজ ২৪ অক্টোবর চণ্ডীদাস পত্রিকার ৫০ বছর পূর্তি উৎসবের সূচনা হলো। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার উপাধ্যক্ষ ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি অরুণ কুমার চক্রবর্তী। বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলীর শ্রীশ্রী ঠাকুর হরিদাস আশ্রম থেকে সকালে একটি শোভাযাত্রা জয়দেব এলাকা পরিক্রমা করে। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে জেলার কবি, সাহিত্যিক, শিল্পী কলা কুশলীরা উপস্থিত ছিলেন সারাদিনের অনুষ্ঠানে। প্রথমেই মাঙ্গলিক প্রজ্জ্বলিত হয়।
পরে চন্ডীদাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কবি কুমুদ কিঙ্ককরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এলাকার বাউল শিল্পীদের সমবেত বাউলের সুর দিয়ে ভক্তিভবনে শুরু হয় মূল অনুষ্ঠান। স্বাগত ভাষণ দেন চণ্ডীদাস পত্রিকার সম্পাদক আল আফতাব। উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে থেকেই এই চণ্ডীদাস সাপ্তাহিকি সংবাদপত্র প্রকাশনা বন্ধ হয়ে গেছে। পরিবর্তে ম্যাগাজিন আকারে বছরে চারটি পত্রিকা প্রকাশিত হয়। একথা জানিয়েছেন পত্রিকার বর্তমান সম্পাদক আনারুল হক। এদিন চণ্ডীদাস পত্রিকার শারদ সংখ্যার মোড়ক উন্মোচিত হয়। সংগীত পরিবেশন করেন অভ্যর্থনা কমিটির অন্যতম সদস্য তথা অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তি কুমার রজক। স্মৃতিচারণায় অংশ নেন পত্রিকার সহ-সম্পাদক অজিত চৌধুরী, নীলোৎপল ভট্টাচার্য, ডঃ আদিত্য মুখোপাধ্যায়, ডঃ রবিন ঘোষ, সৈয়দ মইনুদ্দিন হোসেন প্রমুখ। পরে কথা কবিতায় ছড়ায় অংশগ্রহণ করে জেলার কবি সাহিত্যিকরা।কবি আশিস কুমার মুখোপাধ্যায়, অসীকার রহমান, তাপস কুমার চট্টরাজ, শিবপ্রসাদ খাঁ, সরোজ কর্মকার প্রমুখ অংশগ্রহণ করেন। বছর পর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানটি দুবরাজপুরে অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।