উত্তম মণ্ডলঃ
ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের উদ্যোগে শান্তিনিকেতনের বিশ্ব বাংলা হাটে শুরু হলো গান্ধী শিল্প বাজার l সারা দেশের বিভিন্ন শিল্পীরা তাদের হস্তশিল্প এবং তাঁত দ্রব্য সামগ্রী নিয়ে এখানে হাজির হয়েছেন l গত ২২ অক্টোবর থেকে শুরু হয়েছে এই মেলা। চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। চালু থাকবে প্রতিদিন বেলা ১২ টা থেকে রাট ৮ টা পর্যন্ত l উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিল্প সদনের অধ্যাপক অরবিন্দ মণ্ডল, জেলা শিল্প অধিকর্তা সৌমেন দত্ত, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় l প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন উপস্থিত বিশেষ অতিথিরা l একজন সাধারণ কাঁথা শিল্পী থেকে কীভাবে পুরস্কার প্রাপ্তি ঘটেছে সেকথা শিল্পীদের কাছে তুলে ধরেন তৃপ্তিদেবী l জেলা শিল্প আধিকারিক সৌমেন দত্ত বলেন, আল্পনা, সোলা ও বাটিক শিল্প যাতে জি আই তকমা পায়, সেই চেষ্টা চালানো হচ্ছে l শিল্পীদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উপস্থিত দর্শক-শ্রোতাদের কাছে তুলে ধরেন কর্মকর্তারা l