
দীপককুমার দাসঃ
শুক্রবার সকালে মহঃ বাজার থানার হিংলো পঞ্চায়েতের চন্দ্রপুর গ্রামের অদূরে এক ব্যাক্তির গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। জানা গেছে ঐ ব্যাক্তির নাম সুজয় মন্ডল (৩৫) বাড়ি হিংলো পঞ্চায়েতের চন্দ্রপুর গ্রামে। ঐ ব্যক্তির ক্যাশার ও খাদানের ব্যবসা ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে গ্রামে একটি ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। সেই অভিযোগে পুলিশ গ্রেফতার করে ঐ ব্যাক্তিকে। সেই ঘটনার জেল হয়। পুজোর আগের দিন জেল থেকে ছাড়া পান। আর আজ শুক্রবার সকালে তার বাড়ি মিত্রপুর থেকে প্রায় ৭০০মিটার দূরে তার চারচাকা গাড়ির পাশে মূল রাস্তার উপরে তার গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহঃ বাজার থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। কেন এমন ঘটনা ঘটলো তদন্ত করে দেখছে পুলিশ।