সেখ রিয়াজুদ্দিনঃ
খয়রাশোল ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি থাকাকালীন দীপক ঘোষ আততায়ীর হাতে খুন হন ইংরাজি ২০১৮ সালের ২২ অক্টোবর।
খয়রাশোল কেন্দ্রগড়িয়া রাস্তার উপর হিংলো নদীতে দুস্কৃতিরা দীপক ঘোষের উপর প্রাণঘাতী হামলা চালালে গুরুতর আহত অবস্থায় পশ্চিমবর্ধমান জেলার দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি অর্থাৎ তিনি মারা যান। সে থেকে প্রতি বছর খয়রাশোল ব্লক তৃণমুল কংগ্রেসের তরফে স্মরণসভার আয়োজন করা হয়। অনুরূপ এদিন মঙ্গলবার খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্মিত দলীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রয়াত দীপক ঘোষের প্রতিচ্ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করার পর প্রয়াত নেতার রাজনৈতিক জীবন বৃত্তান্ত নিয়ে স্মৃতিচারণা করেন অতিথিবর্গ। পাশাপাশি স্মরণসভা থেকেই আগামী ২৭ অক্টোবর যে বীরভূম জেলা সভাধিপতি অনুব্রত মন্ডলের খয়রাসোল ব্লকে বিজয়া সম্মিলনী রয়েছে সেটাকে সার্বিকভাবে সফল করার আহ্বান জানান তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, খয়রাশোল ব্লক তৃণমূলের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন ও মৃনালকান্তি ঘোষ এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে। এছাড়াও ছিলেন তৃণমুল নেতৃত্ব সেখ জয়নাল, শংকর গড়াঁই, স্বপন সেন সহ অন্যান্য নেতা কর্মীরা।