রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক বিধান রায়

সেখ রিয়াজুদ্দিনঃ

আর জি কর এর ঘটনার প্রেক্ষিতে রাজ্য রাজনীতি উত্তাল। আন্দোলনের জের এখনো বহমান। তরুণী চিকিৎসক খুনের ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি নিয়ে আন্দোলন শহর ছড়িয়ে গ্রাম স্তরেও উত্তোলিত হতে দেখা যায়। সেই ঘটনার পর থেকে রাজ্য সরকারও তৎপর হয়ে ওঠে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয় নিয়ে ও নতুনভাবে পরিকাঠামো সাজানো হয়। শুধু আরজিকর নয় অন্যান্য হাসপাতালেও নজরদারি শুরু হয়। সেরূপ ২৫ অক্টোবর হঠাৎ বীরভূম জেলার রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন বীরভূম জেলা শাসক বিধান রায়। এছাড়াও ছিলেন জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকগন। জানা যায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সেফটি সিকিউরিটি, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সহ অন্যান্য বিষয় নিয়েও রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমি বিল্ডিংয়ে একটি বিশেষ বৈঠক করেন। ইতিমধ্যে হাসপাতাল চত্ত্বর এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি বাতি তথা আলোর ব্যবস্থাও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। আগামী দিনে আরও আলো এবং সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *