বীরভূমের ইলামবাজার গভঃ আই.টি.আই কলেজে সমাবর্তন অনুষ্ঠান

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজে ২৫ অক্টোবর সাড়ম্বরে সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হলো। শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন এবং সরস্বতী বন্দনার মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং চলতি বছরের প্রাক্তনী‌ ও বর্তমান পাঠরত ছাত্র-ছাত্রীরা। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এই অনুষ্ঠানটি নির্ধারিত দিনেই সম্পন্ন হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও প্রশাসনিক আধিকারিকেরা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিন উত্তীর্ণ ২৫২ জন পড়ুয়ার হাতে শংসাপত্র সহ মার্কশিট তুলে দেওয়া হয়। সেইসঙ্গে প্রতিটি ট্রেডে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ ট্রফি। এই সমাবর্তন অনুষ্ঠানটি ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় মণ্ডলের তত্বাবধানে, শিক্ষক গোপাল মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সবশেষে জাতীয় সংগীত এবং আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *