
সেখ রিয়াজুদ্দিনঃ
ঘুর্ণিঝড় দানার প্রভাব থেকে বাঁচতে সরকারি ভাবে বিভিন্ন সতর্কতা অবলম্বন করার নির্দেশিকা জারি ও প্রচার অভিযান চালানো হয়। কয়েক দিন যাবৎ দানার প্রভাবে শুরু হয়েছে দমকা হাওয়া সাথে ঝড়ো বৃষ্টি। সরকারি বেসরকারি ভাবে সে অর্থে দানার প্রভাবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর না জানা গেলেও বৃষ্টিতে জলমগ্ন রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। যার প্রেক্ষিতে এই বৃষ্টির মধ্যেও নিতান্ত বিপদে পড়ে যেসমস্ত লোকজন স্বাস্থ্য পরিষেবা নিতে হাসপাতালে ছুটে আসছেন তারাই পড়ছেন প্রচন্ড বিপাকে। হাসপাতাল চত্ত্বরের পাশাপাশি হাসপাতালের ভেতর এলাকাও জলমগ্ন। জলের মধ্যে ছপছপিয়ে হাসপাতালের ভেতরে গিয়েও চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে বলে অভিযোগ। পূতিগন্ধময় নোংরা আবর্জনার জলের সাথে বৃষ্টির জল মিলেমিশে একাকার। এ যেন অসুখ সারাতে এস বিসুখ এর কবলে পড়া। ফলে সুস্থ হতে এসে অসুস্থ হওয়ার ভয় থেকে যাচ্ছে। হাঁটু জল পেরিয়ে রোগী থেকে রোগীর আত্মীয় স্বজনরা এবং ডাক্তার নার্স সকলকেই একপ্রকার বাধ্য হয়ে ছোটাছুটি করতে হচ্ছে। বিশেষ করে হাসপাতালের সিটি স্ক্যান ও এক্সরে রুমে জল ঢুকে জলমগ্ন। মগ বালতি দিয়ে রুমের ভেতর থেকে জল পরিস্কার করার চিত্র দেখা যায়। রুমের সামনে সাইনবোর্ড লেখা জলে এক্সরে মেশিন ডুবে থাকার জন্য পরিষেবা বন্ধ আছে। এরফলে রোগীদের ভোগান্তি আরও কয়েকগুন বেড়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার কথা স্বীকার করে বলেন বিষয়টি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে পরিকল্পনা করা হবে পাশাপাশি স্বাস্থ্য ভবনেও জানানো হবে।