
সেখ রিয়াজুদ্দিনঃ
আরজিকর ঘটনার প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। যারপরনাই স্বাস্থ্য পরিষেবায় বিঘ্ন ঘটে। মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র ডাক্তারদের বৈঠক বারবার নানা কারণে ভেস্তে যায়। ডাক্তারদের কর্মবিরতি বা ধর্মঘটের জের কি অব্যাহত? যার প্রেক্ষিতে বিনা চিকিৎসায় শিশু মৃত্যু, উঠছে প্রশ্ন। শনিবার রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল। জানা যায় যে, মুরারই থানা এলাকার রতনপুর গ্রামের আফসানা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে মুরারই হাসপাতালে ভর্তি হন এবং একটি বাচ্চা প্রসব করেন। শিশু জন্মের পরেই মায়ের শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য মুরারই থেকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় গত ২৪ অক্টোবর। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন কোন পরিষেবা না পাওয়ায় শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের লোকের। পাশাপাশি নার্সদের কাছ থেকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বিষয়ে বলতে গিয়ে শুনতে হয়েছে নানান অকথ্য ভাষা। শনিবার পাঁচ দিনের মাথায় সদ্যোজাত শিশুটি বিনা চিকিৎসায় মারা যাওয়ার খবরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে আফসানা খাতুনের স্বামী টিপু মিঞা হাসপাতাল কর্তৃপক্ষ সহ রামপুরহাট থানায় অভিযোগ করেন বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ নিয়ে বলে এক সাক্ষাৎকারে জানান টিপু মিঞা।
