একরাতের ক্রিকেট প্রতিযোগিতা রাজনগরে

উত্তম মণ্ডলঃ

এক রাতের এক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হলো জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে। সোমবার ২৮ অক্টোবর রাতে স্বর্গীয় নির্মল গঁরাই ও স্বর্গীয়া সোনালী গঁরাই স্মৃতি কাপ নামে অনুষ্ঠিত এই খেলা পরিচালনা দায়িত্বে ছিল রাজনগর পাওয়ার হাউস বজরংবলী ক্রিকেট দল‌। খেলাটি হয় রাজনগর ডাকবাংলো পাওয়ার হাউস মাঠে। মোট ১৬ টি দল অংশ নেয় এই খেলায়। এছাড়াও হাজির ছিল এলাকার বিভিন্ন পাড়ার ক্রিকেট দলের পাশাপাশি দুর্গাপুর, পাণ্ডবেশ্বর ও সিউড়িসহ বাইরের দল। রাত জেগে হাজির ছিলেন বহু দর্শক। বিজয়ী ও বিজিত দলের জন্য ছিল পুরস্কারের ব্যবস্থা।‌ ১৬ দলের খেলায় জয়ী পন্ডিতপুর, রানার্স পান্ডবেশ্বর প্রথম পুরস্কার -৫ হাজার টাকা ও ট্রফি
দ্বিতীয় পুরস্কার ৪হাজার টাকা ও ট্রফি।। এছাড়াও বিভিন্ন ট্রফি।। ফাইনালে প্রথম ব্যাট করে ৪৪ রানের টার্গেট দেয় পান্ডবেশ্বর।। জবাবে ৩ উইকেটের বিনিময়ে কাঙ্খিত জয় তুলে নেয় পন্ডিতপুর পরিচালকদের তরফে প্রসেনজিৎ মণ্ডল জানান, রাজনগরের বিশিষ্ট ব্যবসায়ী নিশীথ গঁরাই তাঁর পিতা মাতার স্মৃতিতে এই খেলার আয়োজন করেছেন। একদিকে প্রতিভার খোঁজ এবং অন্যদিকে মোবাইল আসক্তি থেকে আজকের যুবসমাজকে খেলার মাঠে টেনে আনার জন্যই এই আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *