
উত্তম মণ্ডলঃ
পরিমল ঠাকুরের সভাপতিত্বে এবং মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে ‘র সম্পাদনায় প্রকাশিত হলো “রাজভূমি” পত্রিকার অষ্টম বর্ষের শারদ সংখ্যা। হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে আনুষ্ঠানিকভাবে পত্রিকার মোড়ক উন্মোচন করেন “আর্যতীর্থ” ছদ্মনামে কলকাতার লব্ধপ্রতিষ্ঠ অস্থিরোগ বিশেষজ্ঞ ডাঃ তীর্থঙ্কর ভট্টাচার্য।

স্ত্রী রোগ বিশেষজ্ঞা ডাঃ কবিতা রায়চৌধুরী, বীরভূম মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়, হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময় চট্টোপাধ্যায়, রাঢ়ভূমি পত্রিকার সম্পাদক সৌরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাহিত্যলোক পত্রিকার সম্পাদক অলক দাঁসহ পাশাপাশি এই চাঁদের হাটে হাজির ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাহিত্যপ্রেমীরা। গান, কবিতা, গল্প, নৃত্যে জমে ওঠে অনুষ্ঠান। দুপুরে ছিল আহারের আয়োজন। এ বিষয়ে পত্রিকা সম্পাদক কল্যাণ দে জানান, মফ:স্বল থেকে নতুন প্রতিভার অন্বেষণ এবং জেলা ও জেলার বাইরে সংস্কৃতপ্রেমী মানুষকে এক বন্ধুত্বের বন্ধনে বাঁধতে এই উদ্যোগ।
