
উত্তম মণ্ডলঃ
দীপাবলির রাতেই নিভে গেল আলো। ঘটনাটি ঘটেছে রাজনগর থানার গৌরীবাগান গ্রামে। এই গ্রামের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। যুবকের নাম নির্মল দাস। পিতা দু:খহরণ দাস। তারা দুই ভাই। নির্মল ছোট। হায়দ্রাবাদের একটি ফুড কোম্পানিতে ডেলিভারি বয় হিসেবে কাজ করতো। বরাবরই ভালো ছেলে হিসেবে সুনাম ছিল পাড়ায়। পুজোর সময় বাড়ি আসে। গত বৈশাখে তার বিয়েও হয়। রাজনগর থানার গৌরীবাগান গ্রামের বছর ছাব্বিশের নির্মল দাস বুধবার সকাল থেকেই নিখোঁজ ছিল বলে জানা গেছে। এরপর বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাকে তাদের নিজেদের টিনের কোঠা বাড়ির ওপর তলায় গলায় নাইলন দড়ির ফাঁসে ঝুলতে দেখা যায়। এরপর তড়িঘড়ি রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাজির হয় রাজনগর থানার পুলিশ। রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে ঐ যুবকের দেহটি বুধবার রাতে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর আজ দুপুরে গ্রামের বাড়িতে তার নিথর দেহ পৌঁছালে ভিড় করেন এলাকার মানুষ। এরপর বক্রেশ্বর মহাশ্মশানে বৈষ্ণব মতে তার দেহ সমাধিস্থ করা হয়। কি কারণে এই অঘটন, তা নিয়ে ধন্দে সবাই। এলাকায় শোকের ছায়া। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান মৃত যুবকের সম্পর্কে দাদা কর্ণ দাস।