শম্ভুনাথ সেনঃ
বীরভূমের পুরন্দরপুর বান্ধব সমিতি ১৫ বছর ধরে দীর্ঘাকৃতি কালী প্রতিমা নির্মাণ করে জেলায় নজর কেড়েছে। তবে এবছর তাদের কালী পূজা আরাধনার ৩৫ বছরে পড়ল। ১৪ জন মৃতশিল্পী প্রায় একমাস ধরে তাদের নিরলস পরিশ্রমে এই দীর্ঘ প্রতিমা নির্মাণ করেছে বলে জানিয়েছেন বান্ধব সমিতির অন্যতম সদস্য পার্থসারথী কর্মকার। পুজোয় এবারের থিম বাংলার লুপ্তপ্রায় সংস্কৃতির পুনরুদ্ধার। পাঁচ দিনের অনুষ্ঠান সূচিতে রয়েছে যাত্রাপালা, নদীয়ার পুতুল নাচ। তাছাড়া জেলার গুণীজনদের সংবর্ধনা সহ প্রতিদিন রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বসেছে গ্রামীণ মেলা। উদ্বোধনী অনুষ্ঠানেও জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা এই প্রতিমা দর্শনে প্রতিবছর ভিড় জমান।