বিপিন পালঃ
বীরভূম জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের নির্দেশ মতো পাড়ায় পাড়ায় বৈঠক করার যে নির্দেশ দেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে ৯জুন বৃহস্পতিবার খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার হজরতপুর পঞ্চায়েতের কল্যাণপুর সংসদে পাড়ায় পাড়ায় বৈঠক কর্মসূচী পালন করা হল। উক্ত কর্মসূচীতে পশ্চিমবঙ্গ সরকারের নানান প্রকল্পগুলির মধ্যে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্য সাথী, খাদ্যসাথীর সাথে সাথে অন্যান্য প্রকল্পগুলি সম্বন্ধে আলোচনা করা ছাড়াও আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলকে চাঙ্গা করতে, জনসংযোগ বাড়াতে গ্রামীন মানুষদের অভাব অভিযোগের কথা শোনা ছাড়াও পেট্রোপন্যের দাম বৃদ্ধি এবং ১০০ দিনের কাজের বকেয়া টাকা না দেওয়া কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ করেন উপস্থিত তৃনমূল নেতৃত্ব।আলোচনা সভায় উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অসীমা ধীবর, খয়রাশোল ব্লক তৃনমূলের কার্যকরি সভাপতি আব্দুর রহমান, ব্লক জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রজত মুখার্জী, মহিলা তৃনমূল নেত্রী দীপ্তি লাহা, ব্লক পরিচালন কমিটির সদস্য সেখ জয়নাল, প্রলয় কুমার ঘোষ, কাঞ্চন দে, হজরতপুর অঞ্চল কমিটির সদস্য উদয় সৌমন্ডল সহ ব্লক কমিটির সদস্যরা অঞ্চল কমিটির সদস্য সদস্যারা ও গ্রামের সাধারন মানুষেরা।