জল ও স্বাস্থ্যবিধান উন্নয়নের রূপরেখা – বিষয়ক কর্মশালা, জেলাশাসকের দপ্তরে

সেখ রিয়াজুদ্দিনঃ

ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট নামক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে “জল ও স্বাস্থ্যবিধান উন্নয়নের রূপরেখা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় ১০ জুন, শুক্রবার বীরভূমের সিউড়ি জেলা শাসকের দপ্তরে। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন এডিএম(জেলা পরিষদ), জেলা নোডাল অফিসার (এসবিএম), এক্সজেকিউটিভ ইঞ্জিনিয়ারি (পিএইচ ই ডি), রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক খয়রাশোল ব্লক, রাজনগর ও খয়রাশোল ব্লকের এসআই দপ্তরের আধিকারিক বৃন্দ, এছাড়াও রাজনগর ও খয়রাশোল ব্লকের মোট ১৫টি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, এক্সজেকিউটিভ এ্যাসিস্ট্যন্ট এবং দুই ব্লকের পঞ্চায়েত প্রধানগণ। সেই সাথে ছিলেন ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের কলকাতা ও বীরভূম জেলা এবং রাজনগর ও খয়রাশোল ব্লকের বিভিন্ন আধিকারিক ও কর্মীবৃন্দ। সরকারি আধিকারিক এবং সংস্থার কর্মীদের পারস্পরিক সহযোগিতামূলক পরিবেশে এই কর্মশালাটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয় বলে সংগঠন সূত্রে জানা যায়। উল্লেখ্য রাজনগর ও খয়রাশোল ব্লক এলাকার কাজকর্মের স্থায়িত্বকরণের রূপরেখা এবং কাজকর্মের মান নির্ণয়ের উপর ব্যাপকভাবে যে নীরিক্ষাগুলো করা হয়েছিল, সংস্থার পক্ষ থেকে তার তথ্যও এই কর্মশালায় সরকারি আধিকারিকদের সামনে তুলে ধরা হয়। সরকারের সহযোগিতায় এবং সংস্থার উদ্যোগে রাজনগর ও খয়রাশোল ব্লকে ওডিএফ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধান ইত্যাদি বিষয়গুলিতে যে অনেকাংশেই উন্নতি পরিলক্ষিত হচ্ছে এবং মানুষজন সচেতন হচ্ছেন, সেবিষয়েও বিস্তারিত আলোচনা হয়। আগামী দিনে সরকার এবং সংগঠনের পক্ষ থেকে প্রচেষ্টা থাকবে যে, উক্ত বিষয়ে বীরভূম জেলায় আরো উন্নয়নমূলক কাজকর্ম করা, যাতে আরো উন্নতি পরিলক্ষিত হয় বলে সংগঠনের আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *