
শম্ভুনাথ সেনঃ
৩১ অক্টোবর অমাবস্যায় অনুষ্ঠিত হয়েছে শ্যামা/কালী পূজা। আর ১ লা নভেম্বর দেওয়া হলো প্রতিমা বিসর্জন। বীরভূমের বিভিন্ন গ্রামে এমন ছবি ধরা পড়েছে। দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে ‘দত্ত পরিবারের’ পারিবারিক কালীপুজো প্রায় ২৫০ বছরের পুরোনো। এই কালী প্রতিমার সঙ্গে সঙ্গে গ্রামের আরও তিনটি প্রতিমা এদিন বিকেলে বিসর্জন দেওয়া হয়। একইসঙ্গে চারটি প্রতিমা নিয়ে চিরাচরিত প্রথায় দুপুরে শোভাযাত্রা বের হয়। গ্রাম পরিক্রমার পর দত্ত পরিবারের প্রতিমা নিরঞ্জন করা হয় গ্রামের ‘ছাতারবুড়ি’ নামে একটি পুকুরে। একই সঙ্গে গ্রামের আরও তিনটি পারিবারিক শ্যামা মা’কে নিয়ে শোভাযাত্রায় গ্রাম পরিক্রমার পর “গাঙ্গুলী পুকুরে” বিসর্জন দেওয়া হয়। এই শোভাযাত্রায় ছিল অগণিত দর্শনার্থীদের ভিড়।

