জাতীয় সড়কের বেহাল দশা ভীমগড় বাজার এলাকায়, বড় দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসীর

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলার খয়রাশোল থানার ভীমগড় বাজার এলাকার ওপর দিয়ে বহমান ১৪নাম্বার জাতীয় সড়ক। সেই রাস্তার উপর দিয়ে আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, সিউড়ি, বহরমপুর সহ বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাসের আনাগোনা। পাশাপাশি অটো টোটো, ট্রাক সহ বিভিন্ন ধরনের ভারী যানবাহন ও চলাচল করে এপথ ধরে। বর্তমানে ভীমগড় বাজার বাসষ্ট্যান্ড এলাকার জাতীয় সড়কের ওপর বড়ো বড়ো গর্তের আকার ধারণ করেছে। যার প্রেক্ষিতে পথযাত্রী থেকে শুরু করে দোকানদার সহ গাড়ি চালকেরা ঝুঁকি নিয়ে পারাপার করছেন। যাত্রীবাহী বাস থেকে ট্যুরিষ্ট বাস গর্তে নামার সময় গাড়ির পিছনের অংশ রাস্তায় ধাক্কা লেগে পেছনের অংশ ছেড়ে যাচ্ছে বলে চালকদের অভিযোগ।

এছাড়া রাস্তার ওপর পড়ে থাকা পাথরের টুকরো অনেক সময় গাড়ির চাকায় লেগে বন্দুকের গুলির ন্যায় ছিটকে গিয়ে দোকানের কাঁচে বা পথচারীদের শরীরে লাগছে। এসমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির লোকজন ক্ষুব্ধ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সহ বিভিন্ন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কর্নপাত করছেন না। যদিও ইতিপূর্বে বর্তমান খয়রাসোল থানার ওসি কাবুল আলী নিজ উদ্যোগে চলাচলের উপযোগী করার ব্যবস্থা করেছিলেন। বর্তমানে আবার সেই ক্ষতবিক্ষত চেহারার রূপ নিয়েছে জাতীয় সড়কের এই অংশটি।সত্বর রাস্তা সারাইয়ের ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে এক সাক্ষাৎকারে জানালেন ভীমগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দীনবন্ধু সাঙ্গুই সহ অন্যান্য সদস্যদের বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *