
দীপককুমার দাসঃ
১৯৮৭ খ্রিস্টাব্দের ১১ অক্টোবর ‘আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন’ বিধিবদ্ধ ভাবে প্রণয়ন করা হয় এবং আইনটি ১৯৯৫ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর তারিখে কার্যকর হয়। তাই ওই বছর থেকেই ৯ নভেম্বর দিনটি জাতীয় আইনী পরিষেবা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আজ ৯ নভেম্বর সকালে জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে দিনটি পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। সিউড়ী জুড়ে এ উপলক্ষ্যে পদযাত্রায় অংশ নিলেন ওমেন পিএস এর সেকেন্ড অফিসার আয়েশা মহালদার, সিউড়ি থানার সেকেন্ড অফিসার ভাস্কর রায় এবং পিঙ্ক মোবাইল বাহিনী ওমেন্স উইনারস টিম। দ্বিতীয় পর্ব হলো সিউড়ী বেণীমাধব ইনস্টিটিউশনে। বিভিন্ন বিষয়ে আইনী সচেতনতা মূলক
বক্তব্য রাখলেন ডিএলএস এর সচিব ও জর্জ নিরুপমা দাস ভৌমিক। কারা কারা বিনামূল্যে আইনী পরিষেবা পাবে সে বিষয়ে বললেন পার্শ্ব আইনি সহায়ক মোঃ রফিক। শেষে ছাত্র ছাত্রীদের প্রশ্নোত্তর পর্ব হলো। উপস্থিত ছিলেন বেণীমাধব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।