
দীপককুমার দাসঃ
আজ সোমবার সকালে মহঃ বাজার পঞ্চায়েতের কুমোরপুর গ্রামে স্বামী ও স্ত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। কুমোরপুর গ্রামের তিথি অঙ্কুরের দ্বিতীয় বিয়ে হয়েছিল তাঁতিপাড়ার সঞ্জীব অঙ্কুরের সঙ্গে। তিথি অঙ্কুরের প্রথম পক্ষের দুই সন্তান এবং দ্বিতীয় পক্ষের আড়াই বছরের এক মেয়ে আছে। পুলিশের প্রাথমিক অনুমান গতকাল রাতে স্ত্রী তিথি অঙ্কুরকে শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে স্বামী সঞ্জীব অঙ্কুর (২৪)।কুমোরপুরে বাপের বাড়িতে দ্বিতীয় পক্ষের স্বামীকে নিয়ে থাকতো তিথি। রবিবার তিন ছেলেমেয়েকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে পাশের রুমে ছিল স্বামী ও স্ত্রী। রাত আড়াইটা নাগাদ ছোট মেয়ে কান্নাকাটি করলে তাকে পাশের রুমে দিতে গিয়ে তিথির বাবা বামদেব দেখতে পান মেয়ে তিথির নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। আর জামাই সঞ্জীব গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহঃ বাজার থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়।