হীরক জয়ন্তীর সূচনা সাঁইথিয়া অভেদানন্দ কলেজে

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

১১ নভেম্বর ১৯৬৪ তে স্বামী সত্যানন্দ দেব নিজে হাতে শিলান্যাস করেছিলেন সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ের। শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী অভেদানন্দের নামে এই কলেজ চিহ্ণিত করা হয়েছিল। স্বামী সত্যানন্দ দেব ছিলেন স্বামী অভেদানন্দের দীক্ষিত শিষ্য। সূচনালগ্ন থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান শ্রীরামকৃষ্ণ পরম্পরার ভাবধারাকে বহন করে চলেছে। রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তীর চৌকাঠ পেরিয়ে সেই মহাবিদ্যালয় পদার্পণ করেছে হীরক জয়ন্তীর গর্বিত চৌকাঠে। তাই কলেজের প্রতিষ্ঠা দিবস ১১ নভেম্বর থেকেই সূচনা হল কলেজের হীরক জয়ন্তীর।
এদিন কলেজের সত্যানন্দ কক্ষে অনুষ্ঠিত হয় সাঁইথিয়া শ্রীরামকৃষ্ণ আশ্রমের সঞ্চালক স্বামী ধ্রুবানন্দ মহারাজের পৌরোহিত্যে। উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন-বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যবৃন্দ।
এরপর মূল অনুষ্ঠানটি হয় কলেজের সেমিনার কক্ষে। কলেজের সঙ্গীত বিভাগের পক্ষে স্বামী সত্যানন্দদেব রচিত “জীবন পদ্মে স্পন্দিত হোক রামকৃষ্ণ সারদা নাম” গানটি পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড: গৌতম সেন, কলেজ পরিচালন সমিতির সভাপতি দেবাশিস সাহা, কলেজের প্রাক্তন ছাত্র শ্রীরামকৃষ্ণ আশ্রিত সন্ন্যাসী স্বামী সারদাত্মানন্দ, স্বামী দিব্যাত্মানন্দ, পরিচালন সমিতির সদস্য ড: গোপাল মাইতি ও কলেজের প্রাক্তনী সমিতির সম্পাদক বিজয়কুমার দাস।


শুরুতে অধ্যক্ষ ড: গৌতম সেন বলেন, দীর্ঘ ৬০ বছরে এই কলেজ একটি বিশেষ ভাবধারাকে সামনে রেখে শিক্ষা প্রসারের মহান দায়িত্ব পালন করে চলেছে। হীরক জয়ন্তীতে পদার্পণ কলেজের পথচলার গৌরবময় লগ্ন। স্বামী সারদাত্মানন্দ বলেন, এক মহান সন্ন্যাসীর হাত ছুঁয়ে এই কলেজের যাত্রা শুরু হয়েছিল। শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী অভেদানন্দ মহারাজের নামে নামাঙ্কিত এই প্রতিষ্ঠান। কলেজের প্রথম অধ্যক্ষ স্বামী কৃষ্ণানন্দ ( ড: কে ডি রায়) সহ শ্রীরামকৃষ্ণ আশ্রিত বেশ কয়েকজন সন্ন্যাসী অধ্যাপক যুক্ত ছিলেন শিক্ষাদানের ব্রতে। হীরক জয়ন্তী সেই প্রতিষ্ঠানের গৌরবময় পথচলার ইতিহাসকে বহন করছে। কলেজের পরিচালন সমিতির সভাপতি দেবাশিস সাহা জানান, এই প্রতিষ্ঠান ভাব ও ভাবনায় একটি পরম্পরাকে বহন করে চলেছে। কলেজের বহু ছাত্রছাত্রী সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তিনি ঘোষণা করেন, হীরক জয়ন্তীতে বর্ষব্যাপী নানা পর্যায়ে অনুষ্ঠান আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের প্রাক্তনী তথা প্রাক্তনী সমিতির সম্পাদক বিজয়কুমার দাস, শ্রীরামকৃষ্ণ, জননী সারদা, স্বামী অভেদানন্দ, স্বামী বিবেকানন্দ ও স্বামী সত্যানন্দ স্মরণে নিবেদন করেন একগুচ্ছ ভিন্ন স্বাদের কবিতা। স্বামী দিব্যাত্মানন্দ কলেজের হীরক জয়ন্তী উৎসব উদযাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান বিশেষ মাত্রা পেয়েছিল কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের আন্তরিক উপস্থিতিতে। সমগ্র অনুষ্ঠানটি সুচারু সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সাগ্নিক দাশগুপ্ত । হীরক জয়ন্তী বর্ষের সূচনা উপলক্ষে কলেজ প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়েছে আলপনা ও আলোকসজ্জায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *