
পীযূষ মন্ডলঃ
১১ জুন কোটাসুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সজাগ সভা গ্রুপের পক্ষ থেকে আয়োজিত হল শিক্ষা সজাগ সভা৷ এই গ্রুপের লক্ষ্য হলো প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি তথা নার্সিং, ফার্ম্মেসি, ম্যানেজমেন্ট, কম্পিউটার এপ্লিকেশন প্রভৃতি বিষয়গুলির প্রতি ছাত্র ছাত্রীদের আকৃষ্ট করা৷ ব্যাঙ্গালোর গ্রুপ অফ ইনস্টিটিউশনের আডমিশন ডিরেক্টর ডঃ লক্ষ্মী কেএস তাঁর মূল্যবান বক্তৃতায় সময়োপোযোগী শিক্ষা তথা নার্সিং, ফার্ম্মেসি, ম্যানেজমেন্ট, কম্পিউটার এপ্লিকেশন প্রভৃতি বিষয়গুলি পাঠের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা বিষয়ে ছাত্র ছাত্রীদের সামনে তাঁর মূল্যবান মতামত ব্যাক্ত করলেন৷ বক্তৃতা শেষে ছাত্রছাত্রীদের নিকট থেকে তিনি অভূতপূর্ব সাড়া পেলেন৷ এই অনুষ্ঠানে তিনিই ছিলেন প্রধান অতিথি৷ এছাড়া বিশেষ অতিথি ছিলেন কোটাসুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন দাস৷ তিনিও সময়োপোযোগী কোর্স গুলি পড়াশোনার ব্যাপারে জোর দিলেন৷ এই অনুষ্ঠানের সভাপতি চন্ডীদাস ইনস্টিটিউট অফ নার্সিং এন্ড প্যারামেডিক্যাল এর ডিরেক্টর ইমান খান এই সভা অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কারন ব্যাখা করে বলেন যে ছাত্রছাত্রীরা জীবনের মূল স্রোত থেকে যাতে বিচ্ছিন্ন না হয় তার জন্যই এই সভার আয়োজন৷ অনুষ্ঠানের সঞ্চালক ইতিহাস গবেষক প্রভুদয়াল শর্মা নয়াপ্রজন্ম পত্রিকার সম্পাদক স্বর্গীয় কাঞ্চন সরকারের স্মৃতি চারনা করে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং সভাতে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ সেই সঙ্গে নানুর গ্রন্থাগারের গ্রন্থাগারিক অনিতা মুখোপাধ্যায়ের “হারিয়ে পাওয়া” ও অন্যান্য রচনা গুলির ভূয়সী প্রশংসা করেন গবেষক শর্মা৷ অনুষ্ঠানে ডঃ লক্ষ্মী ব্যাঙ্গালোর গ্রুপ অফ ইনস্টিটিউশনের ফলককৃত মেমেন্টো অতিথিদের প্রদান করেন ৷





