বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির, সদাইপুর থানায়

সেখ রিয়াজুদ্দিনঃ

গ্রীষ্মকালীন রক্ত সংকট দূরীকরণে জেলা ব্যাপী বীরভূম জেলা পুলিশের উদ্যোগে উৎসর্গ প্রকল্পের মাধ্যমে থানায় থানায় চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। অনুরূপ ভাবে ১১জুন সদাইপুর থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানা চত্ত্বরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা। “রক্তদান মহৎদান, ঐ রক্তে বাঁচবে অন্যের প্রাণ”– সেই শ্লোগানকে সামনে রেখে এবং সমাজের বিভিন্ন স্তরে বার্তা পৌঁছে দিতেই এ এক প্রয়াশ। মানবিক পুলিশের সামাজিক কাজে তথা রক্তদাতাদের উৎসাহ প্রদান করতে শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরী, সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিঞা এবং অন্যান্য পুলিশ আধিকারিক, সিভিক সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিন পুলিশ কর্মী সহ সিভিকভলিন্টিয়ার ও স্থানীয় যুবকরা মিলিয়ে প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্ত দান করেন৷ সিউড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে আগত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এদিন রক্ত সংগ্রহে বিশেষ সহযোগিতা করেন৷ উপস্থিত সকলকে আয়োজকদের তরফে আপ্যায়িত করা হয় এবং রক্তদাতাদের একটি করে ফল গাছের চারা ও শংসাপত্র প্রদান করা হয় সদাইপুর থানার পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *