পেটের অসুখে আক্রান্ত হয়ে মৃত ২, অসুস্থ ১২ জন, লোকপুরে

সেখ রিয়াজুদ্দিনঃ

বমি, পায়খানা, পেট ব্যথা, খিঁচুনি উপসর্গ নিয়ে মৃত দুই। এই ঘটনা ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাটি বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর পঞ্চায়েতের চার নম্বর সংসদের থান্দের পাড়ায়। খবর পেয়ে ব্লক স্বাস্থ্য দপ্তর, স্থানীয় লোকপুর থানার পুলিশ প্রশাসন, গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের লোকজন পৌঁছে যান। সেই সঙ্গে ব্লক মেডিকেল টিম এসে পাড়ায় চিকিৎসা শিবির করেন এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। উল্লেখ্য গত ৮ নভেম্বর উক্ত উপসর্গ নিয়ে পাড়ায় প্রথম আক্রান্ত হয় অঞ্জনা বাউরী (২৮ )। চিকিৎসার জন্য ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নাকড়াকোন্দা থেকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান নিয়ে যাবার পথেই মৃত্যু হয়। এরপর ১২ নভেম্বর সরস্বতী বাউরী (৪৫) আক্রান্ত হয়ে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি হয়। পরদিন অর্থাৎ আজ ১৩ নভেম্বর সেও মারা যায়। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাশাপাশি নেপু বাউরি (৬০), রেনু বাউরি(১৮), বর্ষা বাউরী (১৫) তিনজন সিউড়ি সদর হাসপাতালে একই উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে বলে জানা যায়।

বুধবার বিকেলে নাকড়াকোন্দা বি এম ও এইচ ডাক্তার সব্যসাচী রায় সহ মেডিকেল টিম এসে এলাকা পরিদর্শন করেন সেই সাথে চিকিৎসা শিবির খুলে স্বাস্থ্য পরীক্ষা করেন ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। মেডিকেল টিম সহ স্থানীয়দের অনুমান পুকুরের জল ব্যবহার থেকেই এধরনের ঘটনা হতে পারে। আপাতত সেই পুকুরটি সীল করে দেওয়া হয়েছে এবং পানীয় জল হিসেবে ব্যবহৃত টিউবওয়েল এর জল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। স্বাস্থ্য দপ্তর থেকে ওআরএস, হ্যালোজেন ট্যাবলেট সহ অন্যান্য ঔষধ পত্র বিতরণ করা হয়। এলাকা পরিদর্শন শেষে ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন বিএম ও এইচ ডাক্তার সব্যসাচী রায়। এছাড়াও মৃতদের আত্মীয় রেনু বালা বাউরি এবং প্রতিবেশী অভিজিৎ চৌধুরীও ঘটনা সম্পর্কে বর্ণনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *