
শম্ভুনাথ সেনঃ

স্বাধীনতার পরে পরেই আজ থেকে ৭৩ বছর আগে ১৯৫১ সালে বীরভূমের সিউড়ি সংলগ্ন ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত হয়েছিল তিলপাড়া ব্রীজ। এবছর একটানা অতি বৃষ্টির জেরে সেই সেতুর পরিস্থিতি বিপদ্দজনক। সেতুর দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। পাথরের স্পিড ব্রেকার সরে গেছে তলা থেকে। সরে গিয়েছে বালিও।

গতকাল ১৩ নভেম্বর ও আজ এই পরিস্থিতি পরিদর্শন করেন কেন্দ্রীয় নদী ও সেতু বিশেষজ্ঞ পাঁচ সদস্যের কেন্দ্রীয় দল। বিশেষজ্ঞ দলে ছিলেন সমীর শুক্লা, বারিদ গুপ্তা, এস.কে শর্মা, ওয়াই কে হোন্ডা এবং নীতা অরোরা। সঙ্গে ছিলেন বীরভূম জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। বিশেষজ্ঞ টীম নদীর তলায় নেমে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করেন।

ইতিমধ্যেই বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সেতুর উপর যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে। উল্লেখ্য, ১৫ টি গেট সহযোগে এই জলাধারটি ইদানিং স্বাধীনতা সংগ্রামী মিহিরলাল চট্টোপাধ্যায়ের নামে নামাঙ্কিত। এই সেতুর উপর দিয়েই বর্তমানে বীরভূমের জীবনরেখা ১৪ নম্বর নম্বর জাতীয় সড়ক জেলার ব্যস্ততম রাস্তা। সেতুর এই পরিস্থিতির জন্য শুরু হয়েছে জেলা প্রশাসনের নজরদারি।
ছবি ও ভিডিও: মোহাম্মদ আমিন নাসীদ, সিউড়ি বীরভূম