শম্ভুনাথ সেনঃ
ভগবান বিরসা মুণ্ডার জন্মদিনটি “জাতীয় জনজাতি গৌরব দিবস” হিসেবে উদযাপিত হয়।। ১৮৭৫ খ্রীস্টাব্দের ১৫ নভেম্বর জন্মে ছিলেন মুণ্ডা বিদ্রোহের নায়ক বীরসা মুন্ডা। তাঁর ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে বীরভূমের সিউড়ীতে আয়োজিত হলো দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা। পূর্বাঞ্চল কল্যাণ আশ্রমের সিউড়ী শাখার পরিচালনায় এবং কামারডাঙা নিউমুন আদিবাসী ক্লাবের সহযোগিতায় ১৬ ও ১৭ নভেম্বর সিউড়ী সংলগ্ন কামারডাঙা ফুটবল ময়দানে উৎসাহ আর দিবনা নিয়ে অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতা।
পুরুষ বিভাগে ছিল মোট ২০ টি দল। অন্যদিকে মহিলা বিভাগে মোট ৪ টি দল অংশগ্রহণ করে। এছাড়া অনুষ্ঠিত হয় তীরন্দাজী প্রতিযোগিতাও। পুরস্কার বিতরণ করলেন প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার পুলক সিনহা সহ কল্যাণ আশ্রমের আধিকারিক বিশ্বনাথ দাস, বিশ্বনাথ দে, কমল রোয়ানী, ভাস্কর মালী, সুব্রত সিনহা প্রমুখ। বিরসা মুণ্ডার জীবন আদর্শ এবং ফুটবল প্রতিযোগিতা সম্বন্ধে বিস্তারিত জানান প্রান্ত প্রমুখ শ্রীরাম মুর্মু।
ছবি: মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি; বীরভূম