সেখ রিয়াজুদ্দিনঃ
সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে বহু মানুষ। আকছার শোনা যায় সেসব ঘটনা। জাল নোট বাজারে আসার খবরে ও মানুষ আতঙ্কিত। সেসব ঘটনা পুলিশ প্রশাসন নজরদারি চালাতেই বেশ কিছু ব্যাক্তি পাকড়াও করা হয়। সেরূপ জালনোট সহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলায় বীরভূম জেলা পুলিশের বড়সড় সাফল্য। রবিবার রাত্রে খয়রাশোল থানার ওসি সেখ কাবুল আলির নেতৃত্বে একজন জাল নোট কারবারিকে পাকড়াও করে খয়রাশোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় যে,গোপন সূত্রে খবর পেয়ে খয়রাশোল থানার ওসি সেখ কাবুল আলি দুষ্কৃতিকে পাকড়াও করতে জাল বিস্তার করে ফেলেন। সেই মোতাবেক বীরভূম–ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ৫০০ টাকার ২২ টি নোট অর্থাৎ মোট ১১ হাজার টাকা উদ্ধার হয়। সেই সাথে চারটি টি মোবাইল ফোন, চারটে পাশবুক ও ৬টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। ধৃতের পরিচয়ে জানা যায় নাম মুক্তি বক্সী,বাড়ী স্থানীয় থানার আমাজোলা গ্রামে। সোমবার ধৃতকে খয়রাশোল থানা পুলিশের পক্ষ থেকে দুবরাজপুর আদালতে তোলা হয়। ধৃত মুক্তি বক্সীর কাছ থেকে পাওয়া এতগুলো এটিএম কার্ড, চারটি মোবাইল উদ্ধার হওয়ায় ধৃতের পুরাতন রেকর্ড সহ অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখছে। এরসাথে অন্যকোনো মাথা জড়িয়ে রয়েছে কিনা। পাশাপাশি সাইবার প্রতারণা চক্র জামতাড়া গ্যাং বলে খ্যাত তাদের সাথেও যোগসূত্র রয়েছে কিনা সেসমস্ত দিকগুলো ও খতিয়ে দেখছে পুলিশ বলে জানা যায়।