
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি ১ ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েত এলাকার শক্তিপুর গ্রামে আজ একটি মুক্ত মঞ্চের উদ্বোধন হল। উদ্বোধন করেন বীরভূম সাংসদ শতাব্দী রায়। এই মঞ্চ পেয়ে এলাকার মানুষ খুশি ব্যক্ত করেন। দীর্ঘদিনের দাবি পূরণ হলো বলে তারা জানিয়েছেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বোলপুরে গতকালের তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণ জানতে চান। মঞ্চে তৃণমূল নেতৃত্ব দলের সকল কর্মীকে একসঙ্গে থাকার বার্তা দিলেও কেন বারবার অশান্তি হচ্ছে? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অনেকদিন পর কেষ্ট দা ফিরেছে। দলের কিছু সমর্থকের কেষ্ঠদার প্রতি বেশী উচ্ছ্বাস রয়েছে, অন্যদিকে কিছু সমর্থকদের কম রয়েছে। সেই মিলিয়েই এই অশান্তি হচ্ছে বলে স্বীকার করে নেন তিনি। তবে খুব শীঘ্রই তা মিটে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। অন্যদিকে এদিন বিশ্বভারতীতে সেমিনারকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভ নিয়ে তিনি জানান দিন দিন কবিগুরুর বিশ্বভারতী কেমন যেন হয়ে যাচ্ছে! পড়াশুনার চেয়ে বেশী রাজনীতি করণ হচ্ছে বলে তিনি খুব প্রকাশ করেন।

ছবিঃ মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি; বীরভূম