
শম্ভুনাথ সেনঃ
বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা তথা বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ! বিক্ষোভের জেরে উত্তাল বিশ্বভারতী। আজ ২২ নভেম্বর বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে বাংলা সহ ৫ টি ভাষাকে ‘ধ্রুপদী’ ভাষার স্বীকৃতি দেওয়াকে কেন্দ্র করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা চলাকালীন স্লোগান দিয়ে বিক্ষোভ করে এসএফআইয়ের পড়ুয়ারা৷ পড়ুয়াদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের৷
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ অক্টোবর বাংলা ভাষা সহ মারাঠি, অসমিয়া, পালি ও প্রাকৃত ভাষাকে ‘ধ্রুপদী’ ভাষার স্বীকৃতি প্রদান করে কেন্দ্রীয় সরকার৷ ফলে এই ভাষাগুলি কিভাবে সমৃদ্ধ হবে তা নিয়ে এদিন বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একটি আলোচনা সভার আয়োজন করা হয়৷ এই আলোচনা সভার আয়োজন করে বিশ্বভারতীর ভাষা বিভাগ ও নতুন দিল্লির শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশন। এই অনুষ্ঠানে অংশ নেন শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা তথা বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি লিপিকা প্রেক্ষাগৃহে পৌঁছাতেই তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান বিশ্বভারতীর এসএফআই ছাত্র সংগঠনের পড়ুয়ারা৷ এই ঘটনায় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে রীতিমতো ধস্তাধস্তি হয় পড়ুয়া ও নিরাপত্তারক্ষীদের৷ উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী।
পরে লিপিকা প্রেক্ষাগৃহে শুরু হয় আলোচনা সভা৷ সেই প্রেক্ষাগৃহেও স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় এসএফআইয়ের পড়ুয়ারা। হাতে ব্যানার-পোস্টার নিয়ে চলে বিক্ষোভ। একদিকে, মঞ্চে বক্তব্য রাখেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে, চলে স্লোগান দিয়ে বিক্ষোভ। এসএফআই সংগঠনের ছাত্র ছাত্রীরা বলেন, “বিশ্বভারতীতে বিজেপির রাজনৈতিক জমি তৈরি করা মানছি না৷ ‘ধ্রুপদী’ ভাষা নিয়ে আলোচনা হোক। সেই আলোচনায় অধ্যাপক-অধ্যাপিকা শিক্ষাবিদরা আসুন ৷ বিজেপি নেতা কেন, এই নিয়ে তারা প্রশ্ন তোলেন!