বীরভূমের রামপুরহাটে বিভিন্ন দাবিতে বাম- কংগ্রেসের বিক্ষোভ মিছিল

শম্ভুনাথ সেনঃ

১৮ দফা দাবি নিয়ে আজ ২৬ নভেম্বর বীরভূমের রামপুরহাটে পাঁচমাথা মোড় থেকে বাম ও কংগ্রেস মিছিল করে। মিছিল শেষে রামপুরহাট মহাকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৮ দফা দাবি নিয়ে এদিন রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় সংযুক্ত কৃষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ। দাবি গুলির মধ্যে ছিল তিলোত্তমার বিচার,সব হাতে কাজ চায়, ন্যূনতম মজুরি ২৬ হাজার টাকা, ফসলের লাভজনক দাম দিতে হবে, রাষ্ট্রায়ও সংস্থার বেসরকারি করন বন্ধ এইসব দাবিতে আজ রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ এবং শেষে ডেপুটেশন দেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ, সিপিআইএমের জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন, সিপিএম নেতা সঞ্জীব মল্লিক সহ শতাধিক কর্মী সমর্থকরা। শেষ পর্যন্ত মহাকুমা শাসকের আশ্বাসে এই বিক্ষোভ তারা তুলে নেন। মহকুমা শাসক জানিয়েছেন তাদের এই স্মারকলিপি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *