
সেখ রিয়াজুদ্দিনঃ
শীতের মরসুম সবে শুরু। তার আগেই শীতবস্ত্র বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসেছেন। ঠান্ডার হাত থেকে রেহাই পেতে অনেকেই আগাম কেনাকাটা করে ফেলছেন। কিন্তু যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের শীতবস্ত্রের স্বপ্ন অধরাই থেকে যায়। তবে লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ কিছুটা হলেও সে সমস্যা নিরসনে অসহায় মানুষের পাশে শীতবস্ত্র দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। জানা যায় বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার আয়োজনে গতকাল থেকে গ্রাম ভিত্তিক অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে। রবিবার নওপাড়া গ্রামে ১৫০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুরূপ সোমবার লোকপুর গ্রামের ধর্মরাজ মন্দির প্রাঙ্গণে ৮০জন দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। জাঁকিয়ে শীত পড়ার আগেই তথা শীতের মরশুমের প্রাক্কালে শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি স্থানীয় মানুষজন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার এসআই শরৎ কুমার ঘোষ, এ এস আই নয়ন ঘোষ, সমাজসেবী দীপক শীল, উজ্জ্বল দত্ত, রাহুল রায়, উৎপল চৌধুরী প্রমুখ ব্যাক্তিবর্গ।