
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। আজ ২৮ নভেম্বর বিকেল চারটের সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ডাউন তিনপাহাড় লোকালে কাটা পড়ে এই দুজনের মৃত্যু হয়েছে। একজনের ডেড বডি পড়ে থাকতে দেখা যায় তিন নম্বর লাইনে। অন্যদিকে আর একজনের ডেড বডি, চার নম্বর লাইন থেকে উদ্ধার হয়।

এই ঘটনায় রেলের গার্ড প্রথমে স্টেশন মাস্টারকে খবর দেন। পরে স্টেশন মাস্টার রেলের জিআরপি কে খবর দিলে দুটি মৃতদেহ উদ্ধার করে রেল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে খবর তাদের দুজনেরই বাড়ি মুরারই এক নম্বর ব্লকের ভাদিশ্বর গ্রামে। নাম সুপ্রিয় রাজবংশী ও পাপাই মাল। এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম