
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পুরসভার সেনপাড়ায় সোনার অলংকার ভর্তি ব্যাগ ছিনতাই এ আতঙ্কিত শহরের স্বর্ণ ব্যবসায়ীরা। অন্তত ৮ লক্ষ টাকার সোনার গহনা ছিনতাই হয়েছে বলে রতন দাস স্বর্ণকার জানিয়েছেন। দুজনকে গ্রেপ্তার করা হলেও এখনো মাল উদ্ধার হয়নি। উল্লেখ্য, ২৭ নভেম্বর, বুধবার রাত্রি সাড়ে আটটা নাগাদ এই ছিনতায়ের ঘটনা ঘটে। দুবরাজপুরের ঐ স্বর্ণ শিল্পী রতন দাস স্বর্ণকার দুবরাজপুর শহরের স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে সোনার অলংকার নিয়ে গিয়ে পারিশ্রমিকের বিনিময়ে দুর্গাপুর থেকে হলমার্ক করিয়ে আনার কাজ করেন। এদিন তিনি দুর্গাপুর থেকে সোনার হলমার্ক করিয়ে অন্যদিনের মতোই বাড়ি ফিরছিলেন। দুবরাজপুর স্টেশন থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে দুবরাজপুর সেনপাড়ায় তার কাছ থেকে অজ্ঞাত পরিচয় তিনজন দুষ্কৃতী সোনার গহনা ভর্তি ব্যাগটি ছিনতাই করে পালায়। ছিনতাইকারীদের বাইকটি ছিল নম্বর প্লেট বিহীন। দুষ্কৃতকারীরা রাস্তা ভুল করায় তারা মোটরবাইক নিয়ে ঢুকে পড়ে দুবরাজপুর সবজি বাজারে। জনতার হাতে ধরা পড়ে যায় দুজন। পাশাপাশি সোনার অলংকার ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় অন্যজন। এই ঘটনায় সুরমান সেখ ও শরিফ সেখ নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ২৮ নভেম্বর তাদের দুবরাজপুর আদালতে তোলা হয়। দুজনেরই বাড়ি সাঁইথিয়া নজরুল পল্লীতে। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। উদ্ধার হয়নি সোনার গয়না।