ব্লক সভাপতির উপস্থিতিতে কাঁকড়তলার হজরতপুরে পাড়ায় পাড়ায় বৈঠক কর্মসূচী পালন

বিপিন পালঃ

বীরভূম জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল, জেলা সাাধারন সম্পাদক সুদীপ ঘোষ ও ব্লক তৃনমূলের সভাপতি কাঞ্চন অধিকারীর নির্দেশ মতো পাড়ায় পাড়ায় বৈঠক করার যে নির্দেশ দেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে ১২ জুন রবিবার খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার হজরতপুর পঞ্চায়েতের মুন্দিরা ৪৫ নম্বর বুথের ৬ নম্বর সংসদে পাড়ায় পাড়ায় বৈঠক কর্মসূচী পালন করা হল।এই কর্মসূচীতে পশ্চিমবঙ্গ সরকারের নানান প্রকল্পগুলির মধ্যে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্য সাথী, খাদ্যসাথীর সাথে সাথে অন্যান্য প্রকল্পগুলি সম্বন্ধে আলোচনা করা ছাড়াও আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলকে চাঙ্গা করতে, জনসংযোগ বাড়াতে গ্রামীন মানুষদের অভাব অভিযোগের কথা শোনা ছাড়াও পেট্রোপন্যের দাম বৃদ্ধি এবং ১০০ দিনের কাজের বকেয়া টাকা না দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র প্রতিবাদ করেন উপস্থিত নেতৃত্ব। আলোচনা সভায় উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা,সহ সভাপতি অসীমা ধীবর, পঞ্চায়েত সমিতির সদস্য নির্মল কুমার পাল, মহিলা তৃনমূল নেত্রী দীপ্তি লাহা, ব্লক পরিচালন কমিটির সদস্য সেখ জয়নাল, প্রলয় কুমার ঘোষ, কাঞ্চন দে, হজরতপুর অঞ্চল কমিটির সদস্য উদয় সৌমন্ডল তৃনমূল নেত্রী মমতাজ বেগম সহ ব্লক কমিটির সদস্যরা, অঞ্চল কমিটির সদস্য সদস্যারা ও গ্রামের সাধারন মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *