
চন্দন চট্টোপাধ্যায়ঃ
সিউড়ির ঐতিহ্যবাহী কালীবাড়ি পরিবারের আয়োজনে বিশিষ্ট রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী যদুগোপাল রায়ের মৃত্যুর ৫০তম বর্ষ পূর্তি উদযাপিত হলো এক ভাবগম্ভীর অথচ মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। গত ১১ জুন বৈকালিক সভায় তাঁর জীবন ও কর্মধারার বিভিন্ন আঙ্গিক নিয়ে বক্তব্য রাখলেন আয়োজক ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়, ডঃ আদিত্য মুখোপাধ্যায়, শিবনাথ চ্যাটার্জী, কংগ্রেস নেতা মৃণাল বোস, যদুরায় পুত্রদ্বয় কুনাল কিশোর রায় ও প্রবাল কিশোর রায়, অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায়, নিতাই প্রসাদ ঘোষ। বক্তাদের অভিমত, সাম্প্রতিক কালের অশান্তিময় রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে যদুগোপাল রায়ের আদর্শ নতুন দিশা জাগাতে পারে। অনুষ্ঠানে কবিতা পাঠে ছিলেন সঞ্জীব চক্রবর্তী। সঙ্গীত পরিবেশন করেন অলোকা গাঙ্গুলী, মানবী সরকার ও বিনয় হাজরা। সুশান্ত রায়ের সঞ্চালনায় ভিড়ে ঠাসা ওই অনুষ্ঠানের আয়োজক ডঃ পার্থসারথি মুখোপাধ্যায় ও কুনাল কিশোর রায় জানালেন, ‘যদুগোপাল বাবুর স্মৃতিরক্ষার্থে নতুন প্রজন্মকেও এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে তাঁর মৌলিক রচনার একটা সংকলন প্রকাশের ভাবনা চিন্তা চলছে।’ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যদুরায়-পত্নী সবিতাদেবী।