
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের কৃষি দপ্তরের পক্ষ থেকে আজ ৩ ডিসেম্বর স্থানীয় মহুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষিবাগান পরিদর্শন করা হয়। বাগানে গিয়ে কৃষকদের কৃষিকাজ করা সরেজমিনে ঘুরে দেখেন বিভাগীয় আধিকারিকরা। সেই সঙ্গে চাষের পরিচর্যা ও উন্নত ফসল ফলিয়ে লাভজনক করার নানাবিধ পরামর্শ দেন। উল্লেখ্য, এলাকার কৃষকদের স্বনির্ভর করার লক্ষ্যে আগেই এখানে রাগী ও চিনা বাদামের চাষ করা হয়। এই মৌসুমে শুরু হয়েছে সূর্যমুখী চাষ। এদিন এই ফিল্ড ভিজিটে ছিলেন কৃষি দপ্তরের ব্লক টেকনোলজি ম্যানেজার শুভ্র গোস্বামী, বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।

ছবিঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম