
শম্ভুনাথ সেনঃ
৩ ডিসেম্বর দিনটি “আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস” রূপে চিহ্নিত। আজ বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। উল্লেখ্য, জাতিসংঘ ১৯৯২ সাল থেকে এই দিনটিকে “বিশ্ব প্রতিবন্ধী দিবস” হিসেবে ঘোষণা করে। তারপর থেকে সমগ্র বিশ্বজুড়ে ৩ ডিসেম্বর দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। আজ সারা দেশের সঙ্গে বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের “কাহিনগর দিশারী ওয়েলফেয়ার সোসাইটি” তাদের নিজস্ব ভবনে দিনটি উদযাপন করে। প্রথমেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বরণ করে নেওয়া হয় অতিথিদের। এদিন স্থানীয় ৫০ জনের হাতে প্রতিবন্ধকতার শংসাপত্র তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক মহম্মদ আব্দুল হাফিজ। সেই সঙ্গে দুজন প্রতিবন্ধীর হাতে তুলে দেওয়া হয় হুইলচেয়ার ও ব্যাটারি চালিত ভ্যান গাড়ী। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষক হাসনে জামান নূরেন্নবী, পলসা গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিমা মাল, মুরারই পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ চাঁদ সুলতানা প্রমুখ।

ছবিঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম