রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক সুনীতিকুমার পাঠক প্রয়াত

উত্তম মণ্ডলঃ

বিশ্বভারতীর তিব্বতিয়ান ভাষার প্রতিষ্ঠাতা, বৌদ্ধ পন্ডিত নামে খ্যাত তথাপি রাষ্ট্রপতি পুরষ্কারসহ স্বর্ণপদক প্রাপ্ত, প্রায় ৯ টি ভাষায় প্রবন্ধ লেখায় যিনি পারদর্শী ছিলেন, সেই অধ্যাপক সুনীতিকুমার পাঠকের প্রয়াণ ঘটলো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে অধ্যাপক সুনীত কুমারের পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। আজ প্রয়াত অধ্যাপকের বিশ্বভারতী বাড়িতে মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন তিনি। পাশাপাশি প্রয়াত অধ্যাপকের বাড়িতে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন সহ বিশ্বভারতীর বিভিন্ন অধ্যাপক ও কর্মীবৃন্দ। এই মৃত্যুতে একটা পণ্ডিত যুগের অবসান হলো। ভাষা চর্চার জগতে অধ্যাপকের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মৃত্যুতে বিশ্বভারতী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *