
শম্ভুনাথ সেনঃ
সাত সকালেই বীরভূমের তীর্থভূমি তারাপীঠে মা তারাকে পুজো দিতে হাজির ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব।আজ ৬ ডিসেম্বর বেলা ৯ টা নাগাদ তারামায়ের কাছে তিনি পুজো দিলেন ভক্তিভরে। তাঁর একটাই প্রার্থনা, সবাই ভালো থাকুক। সুস্থ থাকুক। সম্প্রতি তাঁর অভিনীত সুজিত দত্তের ‘খাদান’ ছবি মুক্তি পাচ্ছে। সেই সাফল্য কামনায়
তারাপীঠ মন্দিরে মা তারার কাছে প্রার্থনা জানাতেই উপস্থিত অভিনেতা দেব তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী। সঙ্গে ছিলেন সেই সিনেমার বিভিন্ন কলাকুশলীরা। মুক্তির অপেক্ষায় ‘খাদান’৷ আসন্ন ছবি ঘিরে চলছে প্রোমোশন৷ এদিন বেঙ্গল ট্যুরে মা তারার মন্দিরে পুজো দিতে হাজির হন এই অভিনেতা সহ সঙ্গী সাথীরা৷

উল্লেখ্য, বড়দিনের আগেই মুক্তি পাচ্ছে এই “খাদান” ছবি৷ জোরকদমে চলছে সেই ছবির প্রচার ৷ দেবের সঙ্গে খাদান টিম বেরিয়ে পড়েছে বেঙ্গল ট্যুরে। দুর্গাপুর থেকে আজ শুক্রবার সকালেই বীরভূমের শক্তিপীঠ তারাপীঠে এসে পৌঁছান তাঁদের টিম। মা তারার পুজো দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, “মায়ের কাছে চাওয়ার তো শেষ নেই, তবে সবাই ভালো থাকি শান্তিতে থাকি এই টুকুই চাইলাম মাতারার কাছে।