
উত্তম মণ্ডলঃ
ইতিমধ্যেই গোটা বাংলায় শীতের আমেজ পড়ে গিয়েছে। এর জেরে ভ্রমণপিপাসু মানুষেরা বাইরে বেরোতে শুরু করেছেন। সামনেই শীতের লম্বা ছুটি আর এই শীতের মরশুমে বীরভূমের বক্রেশ্বর ভ্রমণে আসবেন না, তাই হয়! কারণ আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের একসঙ্গে মেলবন্ধনে তৈরি বক্রেশ্বর। বীরভূমের অন্যতম ঘোরার জায়গা এই তীর্থক্ষেত্র। বলা যায়, সারা বছরই তীর্থযাত্রী ও পর্যটকদের খাতায় ভ্রমণের ঠিকানা হিসেবে উপরের দিকে থাকে এর স্থান। অনেকে বলেন, এখানকার গরমজলে স্নান করলে রোগমুক্তি ঘটে। যাই হোক, নতুন বছর শেষের আগেই ভ্রমণপিপাসুদের ভিড় জমেছে বীরভূমের দুবরাজপুর থানার শৈবক্ষেত্র বক্রেশ্বরে। বীরভূমের বক্রেশ্বর থেকে উত্তম মণ্ডলের রিপোর্ট।