
দীপককুমার দাসঃ
কুয়াশাচ্ছন্ন সকালে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ। আর সেই সংঘর্ষে মৃত্যু হল দুজনের। আহত তিনজন। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া ঢোকার মুখে ব্রাহ্মনীর কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইক সাঁইথিয়ার দিকে আসছিল। অন্যটি সাঁইথিয়ার দিক থেকে যাচ্ছিল। এরপরেই ব্রাহ্মনী মোড়ের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত পাঁচ জনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আনলে দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। বাকি তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, মৃতদের নাম মৃতদের নাম শুভম ধীবর (২১) এবং বিকাশ মণ্ডল (৫৬)। মৃতদের মধ্যে শুভম ধীবরের বাড়ি লাভপুর থানা এলাকার মীরপুর গ্রামে। অন্যদিকে বিকাশ মণ্ডলের বাড়ি সাঁইথিয়া।