
শম্ভুনাথ সেনঃ
রাজ্যে তৃণমূল সরকারে আসার পর ভূমি রাজস্ব অফিস গুলিতে এক শ্রেণীর অসাধু চক্র বিভিন্ন বেআইনি কাজে লিপ্ত। ফলে সাধারণ মানুষ সমস্যায় জর্জরিত। তারই প্রতিবাদে বীরভূমের ভূমি রাজস্ব অফিস গুলিতে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজ ১১ ডিসেম্বর স্বারকলিপি জমা দেওয়া হয়। রামপুরহাটে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা জাতীয় কংগ্রেসের বীরভূম জেলা সম্পাদক মিল্টন রসিদ। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে এই স্মারকলিপি বলে তিনি জানিয়েছেন। এদিন বীরভূম জেলার ময়ূরেশ্বর -১ নং ব্লক কংগ্রেসের নেতৃত্বে মল্লারপুরে BL&LRO অফিসে দুপুরে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককেও ৪ দফা দাবীর ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হয়।বেআইনি জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন করা চলবে না, সরকারি খাস জমি বেচাকেনা ও দালাল রাজ বন্ধ করা,আদিবাসীদের জমির অধিকারে হস্তক্ষেপ করা চলবে না, অবৈধ ভাবে জলা জমি ও পুকুর ভরাট বন্ধ করার দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।উপরোক্ত দাবিগুলোর সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে জাতীয় কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ কাসাফদ্দোজা সহ ময়ূরেশ্বর -১ নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি পার্বতীকুমার চৌধুরী, জেলা কংগ্রেস কমিটির সদস্য সমীর দত্ত, মল্লারপুর ২ নং অঞ্চল কংগ্রেস সভাপতি মাধব দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
