
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি সংলগ্ন কড়িধ্যা বিদ্যানিকেতন হাইস্কুলে আজ ১১ ডিসেম্বর টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যাণ্ড স্কিল ডেভঃ ডিপার্টমেন্টের উদ্যোগে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। টেকনিক্যাল এবং শিক্ষা লাভের পর জীবিকার দিশা পেতে ভোকেশনাল শিক্ষার উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরেন গভঃ পলিটেকনিক কলেজের অধ্যাপক আম্রপল্লব ব্যানার্জি। সেইসঙ্গে প্রথাগত শিক্ষা এবং কারিগরি শিক্ষা নিয়ে দীর্ঘ আলোচনা হয় এই শিবিরে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর দিশেহারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে বর্তমানে এই কারিগরি শিক্ষা ব্যবস্থার উজ্জ্বল সম্ভাবনা নিয়ে বিশেষভাবে আলোকপাত করা হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোন কোন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায় তা সুন্দর ভাবে আলোচিত হয়। বর্তমানে কারিগরি শিক্ষার দিকে মেয়েদেরও আগ্রহ বাড়ছে। অতি অল্প সময়ে কারিগরি শিক্ষালাভ করে চাকরির উজ্জ্বল দিশা খুঁজে পাচ্ছে বহু শিক্ষার্থী। উল্লেখ্য, রাজ্য জুড়ে ২৬৩টি স্কুলে ভোকেশনাল শিক্ষার ব্যবস্থা রয়েছে। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, এগ্রিকালচার, হোম সায়েন্স, হেলথ কেয়ার সায়েন্স এবং বিজনেস ও কমার্স এই ৫ টি গ্রুপের ৫২ টি ভোকেশনাল কোর্সের মধ্যে পছন্দসই কোর্স শিক্ষার্থীরা বেছে নিতে পারে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর স্বল্পমূল্যে পলিটেকনিক, আই টি আই পড়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণ শেষে Job fair-এর মাধ্যমে শিল্প সংস্থাগুলিতে সরাসরি মিলছে চাকরির সুযোগ। বর্তমান প্রজন্মকে কর্মদিশা দেখানোর লক্ষ্য নিয়ে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন। সরকারীভাবে এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা। সিউড়ি গভঃ পলিটেকনিক কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।