অলোক নৃত্যকলার নৃত্য সন্ধ্যা

দীপক কুমার দাসঃ

১৫ জুন বুধবার সন্ধ্যায় সিউড়ির সবুজের অভিযানের বসুন্ধরা মঞ্চে অনুষ্ঠিত হলো অলোক নৃত্যকলার নৃত্য সন্ধ্যা। কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা নিবেদন করা হয় তাঁর কথা, গানে নৃত্যের অনুষ্ঠান-নাচে নটরাজ মহাকাল অনুষ্ঠানে। কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম পর্বে কবি কাজী নজরুল ইসলামের গানে অলোক নৃত্যকলার নৃত্য শিল্পীরা ধ্রুপদী নৃত্য পরিবেশন করেন। নজরুল গীতির সঙ্গে ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, মণিপুরী নৃত্য আলাদা মাত্রা এনে দেয় এদিনের অনুষ্ঠানে। এরপর নজরুল ইসলামের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন অলোক নৃত্যকলার নৃত্য শিল্পীরা। তৃতীয় পর্বে নজরুল ইসলামের কবিতা ও লোক আঙ্গিকের অনুষ্ঠান ও দর্শকদের মুগ্ধ করে। নজরুল ইসলামের কান্ডারী হুশিয়ার ও দারিদ্র্য কবিতার নৃত্যায়ণ ও কেরিওগ্রাফিতে ছিল নতুনত্বের স্বাদ। রাঙ্গামাটির পথে লো গানটি প্রচলিত সুর ও নজরুলের সুরের যুগলবন্দীতে অলোক নৃত্যকলার নৃত্য শিল্পীদের অনবদ্য নৃত্য মন ছুঁয়ে যায় শ্রোতাদের। অনুষ্ঠানটির সুন্দর ভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী সুষ্মিতা অধিকারী। অলোক নৃত্যকলার কর্ণধার অলোক ঘোষ দস্তিদারের নৃত্য পরিচালনায় এই নৃত্য সন্ধ্যা হয়ে উঠে মোহময়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুপম চক্রবর্তী, সাহিত্যিক শ্রীকান্ত অধিকারী, বিশিষ্ট ভাস্কর হুমায়ূন কবীর, সিউড়ি রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ক্রীশ্চিনা মার্ডি, ইউকো ব্যাঙ্কের সিউড়ি শাখার সিনিয়র ম্যানেজার সুপ্রিয় বৈদ্য। নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা ও নৃত্য জগতে অলোক ঘোষ দস্তিদারের অবদানের কথা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *